কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অত্যাধুনিক রাইফেল উদ্ধার, সাথে ৪৯১ বুলেট

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক এম-১৬ রাইফেল ও ৪৯১টি বুলেট উদ্ধার করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন- এপিবিএন।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির পর এই অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেওয়া ৮ এপিবিএন এর অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

পরে অভিযান চালিয়ে ক্যাম্প-১৫ থেকে মোহাম্মদ হোসন (৩০),জাহেদ হোসেন (৩০) দুজনকে আটক করেছে পুলিশের বিশেষায়িত এই সংস্থাটি।

৮ এপিবিএন এর অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিক্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এম/১৭, ক্যাম্প-১৮ -এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে।
এ সময় একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় সন্ত্রাসী।’

তিনি বলেন, ‘ব্যাগের ভেতরে এ অস্ত্র ও বুলেটগুলো পাওয়া যায়। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

এম-১৬ রাইফেল আমেরিকার সামরিক বাহিনী ব্যবহার করে থাকে বলেও জানান তিনি।

গত এক সপ্তাহে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পেের এক মাঝিসহ অন্তত ৩ জন খুন হয়েছেন। এ ছাড়াও হামলা ও পাল্টা হামলায় গুরুত্বর আহত হয়েছেন অনেকেই।

তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ক্যাম্পে যেকোনো নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে তারা। অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!