কক্সবাজার মেয়রের ছেলে-মেয়ের একাউন্টে কোটি টাকা, জব্দ করলো দুদক

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের ছেলে ও মেয়ের দুটি ব্যাংক হিসাব থেকে এবার এক কোটি নয় লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কক্সবাজারের এই মেয়রের বিরুদ্ধে সরকারি জমি অধিগ্রহণে জমির প্রকৃত মালিককে বঞ্চিত করে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজার সদরের ইভান প্লাজায় সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখায় অভিযান চালিয়ে মেয়র মুজিবুর রহমানের ছেলে হাসান জাইন রহমান অ্যারন ও মেয়ে লাইবা রহমানের নামে খোলা হিসাব দুটি জব্দ করে সমন্বিত জেলা কার্যালয়—চট্টগ্রাম-২ এর একটি দল।

ওই দুই অ্যাকাউন্ট থেকে জব্দ করা মোট এক কোটি নয় লাখ টাকা ফিক্সড ডিপোজিট রেট (এফডিআর) হিসেবে ব্যাংকের ওই একাউন্টগুলোতে জমা রাখা হয়েছিল।

এর আগে মেয়র মুজিবুর রহমান ছাড়াও তার শ্যালক মিজানুর রহমানের ব্যাংক হিসাব থেকে চার কোটি টাকা জব্দ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!