কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক ব্যাংক কর্মকর্তা কারাগারে

কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ আটক ওয়ান ব্যাংক কর্মকর্তা মুজিবুল ইসলামকে (৪০) কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কক্সবাজার বিবানবন্দরের বহির্গমন লাউঞ্জে তল্লাশি করে তাকে আটক করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামান বলেন, ‘সোমবার বিকালে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকা যাওয়ার জন্য বিমানবন্দরে প্রবেশ করছিল সে। এ সময় বিমানবন্দর বহির্গমন লাউঞ্জে তল্লাশি করে ৪৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাংক কর্মকর্তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm