বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন সাংবাদিক বলরাম দাশ অনুপম। উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় বলরাম দাশ অনুপমকে এ দায়িত্ব দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর এবং সাধারণ সম্পাদক বেন্টু দাশ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) শহরের লালদীঘির পাড়ের ব্রাহ্ম মন্দিরের বিভূতি ভূষণ সেন মিলনায়তনে পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মার সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত।
এর আগে ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল। কাউন্সিলে সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট বাপ্পী শর্মা। সাধারণ সম্পাদক পদে বলরাম দাশ অনুপম ও বাবলা পাল সমান ২৩ ভোট করে পেলে দুজনের সম্মতিক্রমে এক বছর করে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বাবলা পাল। বাবলার মেয়াদ শেষ হওয়ায় ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলরাম দাশ অনুপমকে।
ডিজে