কক্সবাজারে ৩৬ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা ।
আটককৃত মাদক ব্যবসায়ী সদরের খুরুশকুল মনুপাড়া এলাকার হাজী জহির আহাম্মদের ছেলে মো. ইউসুফ প্রকাশ মামুন (৩৭)।
সোমবার (১১ মে) দুপুরে র্যাব ১৫ এর সহকারী পরিচালক মিডিয়া অাব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদ পেয়ে শহরের টেকপাড়ার কক্সবাজার গ্রাম স্কুল সংলগ্ন মৃত নুরুল আলমের বাড়ির ভাড়াঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে এ সময় সেখানে থাকা আরও এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
তিনি বলেন, পলাতক মাদক কারবারিকে ধরতে আরও অভিযান চালানো হবে।
এদিকে টেকপাড়ার স্থানীয়রা বলেছেন, গ্রামার স্কুল রোডের ঐ বাড়িতে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চলছিল।
এসএস