কক্সবাজারে ৩০৩ গৃহহীন পাচ্ছেন নতুন ঘর

কক্সবাজার জেলায় ৮৬৫ জন গৃহহীন পাচ্ছেন নতুন ঘর। এদের মধ্যে শনিবার (২৩ জানুয়ারি) ৩০৩ জন উপকারভোগীর মাঝে ঘর হস্তান্তর করা হবে। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের মাঝে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন আয়োজিত প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, কক্সবাজার সদর উপজেলায় ১ম ও ২য় ধাপে মোট ৯৬টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে নির্মিত হয়েছে ২০টি। চকরিয়া উপজেলায় ১৮০টি বরাদ্দের বিপরীতে ৮০টি ঘরের নির্মাণ কাজ, পেকুয়া উপজেলায় ৪৫টি বরাদ্দের বিপরীতে ১৪টি, রামু উপজেলায় ১৭৫টি বরাদ্দের বিপরীতে ৬০টি, মহেশখালী উপজেলায় ২০টি বরাদ্দের বিপরীতে ২০টি, উখিয়া উপজেলায় ১০০টি বরাদ্দের বিপরীতে ৩৫টি, টেকনাফ উপজেলায় ২২৯টি বরাদ্দের বিপরীতে ৬০টি এবং কুতুবদিয়া উপজেলায় ২০টি বরাদ্দের বিপরীতে ১৪টি ঘরের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। যেসব বাড়ির নির্মাণ কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে তা শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, প্রতিটি বাড়ি নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা করে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, উখিয়া উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, মহেশখালী উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!