কক্সবাজারে ১২ ছিনতাইকারী পুলিশের জালে

কক্সবাজার শহরে দাপিয়ে বেড়ানো ১২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় সাড়াশি অভিযানে শহরের বিভিন্ন জায়গা থেকে ১২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

আটক ছিনতাইকারীরা হলেন—শহরের টেকপাড়ার তানভীর হোসেন ওরফে পেটান ওরফে আজাদুর রহমান (২২), পাহাড়তলী ইসলামপুরের মো. ইসমাইল (২০), কালুরদোকান ইসুলের ঘোনার ইমরান সরোয়ার ইমন (২১), টেকপাড়া বার্মিজ মার্কেটের মো. ইরফান ফারদিন (২০), মহেশখালীর কুতুবজুম খন্দকার পাড়ার সিহাব উদ্দিন ওরফে খোকন (২৯), শহরের সমিতিপাড়ার মো. সোহেল (২৮), বৌদ্ধ মন্দির এলাকার সুমন কান্তি দাশ (২৫), নতুন বাহারছড়ার মো. হান্নান (১৯), পিটি স্কুল সমিতি বাজার, পল্লান কাটার সাইফুল ইসলাম (২৪), পিটি স্কুল রুমালিয়ারছড়ার মো. শাহীন ওরফে বুলেট (২২), বাহারছড়ার হাসান মাহমুদ সাগর ওরফে ভিকি ওরফে বিগি (২৬) এবং টেকপাড়া চৌমুহনী এলাকার মিজবাউল হক মুন্না (২২)।

পুলিশ সুপার জানান, পুলিশ কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারসহ কক্সবাজার শহর এলাকার ছিনতাইকারী গ্রেপ্তারে এ অভিযান চালানো হয়। কক্সবাজার নতুন জেল গেট সংলগ্ন চুইজাল রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর ছিনতাইকারীরা মোটরসাইকেলে এসে অস্ত্রের ভয় দেখিয়ে একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে। এ সময় যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা, একটি ৫৫ হাজার টাকা দামের ডায়মন্ড রিং, ১টি ৩০ হাজার টাকা দামের মোবাইল ফোন ছিল।

এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তথ্যপ্রযুক্তি ও স্থানীয়দের সহায়তায় ১২জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। আটকদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm