কক্সবাজারে হোটেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

0

শাহেদ ইমরান মিজান, কক্সবাজার

কক্সবাজার শহরের আবাসিক হোটেল আল নিজাম থেকে মো. আলী হোসেন ওরফে রুবেল (২৬) নামে এক যুবকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

4818

s alam president – mobile

শুক্রবার বেলা দু’টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন। নিহত রুবেল কুমিল্লা জেলার আলীপুর এলাকার মোহাম্মদ আজাদের ছেলে বলে হোটেল নিবন্ধন খাতায় উল্লেখ রয়েছে।

 

এই ঘটনায় হোটেল আল নিজামের ম্যানেজারকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম এই তথ্য জানান।

 
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই রহিম জানান, বৃহস্পতিবার বিকালে আলী হোসেন কক্ষ ভাড়া নিয়ে হোটেলে উঠেন। রাতে কক্ষে প্রবেশের পর সকাল পর্যন্ত বের হননি। পরে বেলা ১২ টার দিকে কক্ষ ত্যাগ করতে তাকে ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর হোটেল কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করলে পুলিশ সেখানে যায়।

 

Yakub Group

পুলিশ গিয়ে কক্ষটি ভিতর থেকে খিল আটকিয়ে রাখা পুলিশ দরোজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় ফ্যানের সাথে প্লাষ্টিক জাতীয় দঁড়িতে ঝুলন্ত অবস্থায় আলী হোসেনের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। হোটেলের নিবন্ধন খাতায় তার উল্লেখ করা মোবাইল নম্বরটিও (০১৮১৮-১৫১৪৮৩) বন্ধ পাওয়া গেছে।

 
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই আবদুর রহিম।

 

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!