কক্সবাজার সদরের নতুন বাহারছড়ার গাড়িরমাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ফেরদৌস আরা। সে ওই এলাকার মিনু আরার কন্যা।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। ঘটনার সময় ফেরদৌস আরা ঘুমন্ত অবস্থায় ছিল। আগুনে দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এএইচ