কক্সবাজারে সনাতনী সেবক সংঘের সম্মেলন ও কাউন্সিল

গীতা হচ্ছে সনাতনী সম্প্রদায়ের সংবিধান ও রক্ষাকবচ। সেই গীতার আর্দশ ও শিক্ষাকে যদি আমরা সমাজের মধ্যে কাজে লাগাতে পারি তাহলে সমাজ থেকে সকল প্রকার বৈষম্য, হিংসা-বিদ্বেষ ভুলে সুন্দরের পথে এগিয়ে যাওয়া সম্ভব। গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মূখনিসৃত বাণী। তাই গীতার প্রেমে সকল সনাতনীকে উদ্বুদ্ধ হতে হবে। বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা শাখার সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে শহরের বিকেপাল সড়কস্থ শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে উখিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ অজিত দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের সভাপতি উজ্জ্বল কর।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ বলেন, ধর্মীয় বা জাতিগত পরিচয়ে নয়, নাগরিকের পরিচয়ে জীবন-জীবিকার সর্বক্ষেত্রে ন্যায্য হিস্যা আদায়ের ন্যায় সঙ্গত লড়াইকে জোরদার করতে হবে। এতে আশীবার্দক ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের প্রতিষ্ঠাতা মনোরঞ্জন দে গণেশ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের চেয়ারম্যান জিকু দত্ত। অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কো-চেয়ারম্যান দিপাল অনিন্দ্য পাল, যুগ্ম মহাসচিব নিউটন দাশ, অর্থসচিব সঞ্জয় বৈদ্য বাসু ও সহ-অর্থসচিব মিন্টু কুমার নাথ।

বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সদস্য সুধীর চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি তপন কান্তি দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ, চকরিয়া-কুতুবদিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অসীম বরণ সেন, লোকনাথ সেবাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজল পাল সিআইপি, জেলা জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সাধারণ সম্পাদক স্বপন দাশ, জেলা লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের সাংগঠনিক সম্পাদক কাঞ্চন দাশ, চকরিয়া মা সেবা স্বাস্থ্য কেন্দ্রের এমডি বিজন কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবলা পাল, কৃষ্ণানন্দধাম কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক সেবক পাল।

বক্তব্যে রাখেন চকরিযা থেকে বিশ্বিজত বৈঞ্চব, কৈলাশ দে, লিটন দে, গৌবিন্দ দে, রামু থেকে বিবেকানন্দ শর্মা, রাজীব দাশ, মহেশখালী থেকে রামহরি দাশ, উখিয়া থেকে উপজেলা পূজা কমিটির সভাপতি স্বপন শর্মা রনি, কুতুবদিয়া থেকে সাগর দাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন পুষ্পিতা দাশ।

এছাড়াও চকরিয়া উপজেলা সনাতনী সেবক সংঘের পৃষ্ঠপোষক বেবী দাশের মৃত্যুতে নিরবতা পালন করা হয়। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে উজ্জ্বল করকে প্রধান উপদেষ্টা, অধ্যক্ষ অজিত দাশকে সভাপতি, কাঞ্চন দাশকে সিনিয়র সহ-সভাপতি, সুধীর দাশকে সাধারণ সম্পাদক লিটন দাশকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক বলরাম দাশ অনুপমকে সাংগঠনিক সম্পাদক করে জেলা সনাতনী সেবক সংঘের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm