কক্সবাজারের রামু উপজেলার হিমঝড়িতে ঝাউগাছের সঙ্গে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত যুবকের নাম মো. রফিক (৩৯)। তার জাতীয় পরিচয়পত্রে পিতার নাম আমির হামজা ও মাতার নাম ছিল নুর বাহার। তিনি কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আব্বাস কন্ট্রাক্টর বাড়ি।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে রামু থানার হিমছড়ি পুলিশ ফাঁড়ির অদূরে মেরিন ড্রাইভ দরিয়া নগর এলাকায় ঝাউগাছে দড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ হিমেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মোহাম্মদ হিমেল জানান, স্থানীয়রা সকালে ঝাউগাছে ঝুলন্ত লাশ দেখে আমাদের খবর দেয়। আমরা স্পটে গিয়ে সিআইডির বিশেষায়িত ক্রাইম টিমকে খবর দিই। পরে তারা এসে লাশের সমস্ত প্রসেসিং শেষ করে সুরতহাল রিপোর্ট তৈরি করি। পরে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, লাশের পকেটে জাতীয় পরিচয় মিললেও কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি। তবে একটি মোবাইল নম্বর পাওয়া গেছে, তাও বন্ধ রয়েছে। লাশের পরনে ছিল ফুল প্যান্ট ও শার্ট, পায়ে সু।
কেউ লাশ শনাক্ত করতে পারলে রামু থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
ডিজে