কক্সবাজারে ভবনের সেফটি ট্যাংকিতে ২ শ্রমিকের মৃত্যু

কক্সবাজার কলাতলী কটেজ জোন এলাকায় নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দু’জন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রামু মিঠাছড়ি এলাকার আশরাফের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন সমিতিপাড়া এলাকার সোলায়মানের ছেলে হাশেম (৩৯) ও জাম্বু)। আহত হয়েছেন মো. হামিদ (৩৬) নামের আরেক শ্রমিক।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, ‘নির্মাণাধীন ভবনে সেফটি ট্যাংকির ভেতরে কাজ করতে গিয়ে দুজন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন এখনো পর্যন্ত কোনও এজাহার দায়ের করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, হোটেল মোটেল জোনের গণপূর্ত অধিদপ্তরের জমিতে এক যুগে ১০-১২টি অবৈধভাবে ভবন নির্মাণ করা হয়েছে। সম্প্রতি রামু মিঠাছড়ি এলাকার আশরাফের নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিক হাশেমের স্ত্রী হাসিনা বিবি বলেন, ‘আমার স্বামী কাজ করতে গিয়ে মারা গেছেন। মামলা করতে পারব কিনা এখনও জানি না।’

এছাড়া লাশের ময়নাতদন্ত চান না বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm