কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো পোকখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাফেজ মাহবুব আলমের মেয়ে আদিবা মনি (২) এবং তার ভাগনি ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী এলাকার দুলা মিয়ার মেয়ে ইলমা মনি (৩)।

রোববার (৯ জুন) দুপুরে তাদের মৃতদেহ মালমুরা পাড়া হাফেজ খানার পুকুর থেকে উদ্ধার করে আত্মীয় স্বজন ও স্থানীয়রা।

জানা গেছে, ঘটনার আগে খেলতে গিয়ে নিখোঁজ হন দুই শিশু কন্যা। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে হাফেজখানার পুকুরে ভেসে উঠতে দেখে ছাত্ররা পরিবারকে খবর দেয়। পরে আত্মীয় স্বজনরা গিয়ে তুলে নিয়ে আসে তাদের।

খবর পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm