কক্সবাজারে নিখোঁজের দুদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মৃতদেহ দুদিন পর মহেশখালীর সোনাদিয়া থেকে উদ্ধার হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকালে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপের সাগর পাড়ে প্যারাবন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদুল রহমান তন্ময়।

নিহত পর্যটকের নাম মো. রাহাত (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আল হেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

এর আগে সোমবার দুপুরে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকার সাগরে গোসলে নামেন মো. রাহাতসহ চারজন। এসময় স্রোতের টানে ভেসে যেতে থাকা তিনজনকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও রাহাত ভেসে যায়। পরে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মীরা সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।

স্থানীয়দের বরাত দিয়ে তানজিদুল রহমান তন্ময় বলেন, বুধবার বিকালে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের সাগর পাড়ের প্যারাবনে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তারা মৃতদেহটি উদ্ধারে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে নিখোঁজ পর্যটকের লাশের ছবি স্বজনদের কাছে পাঠানোর পর পরিচয় শনাক্ত হওয়া গেছে।

পর্যটকের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদুল রহমান তন্ময়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm