কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে বুধবার নতুন ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে আরও দুই ব্যক্তির দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন ৫১ জন।
নতুন আক্রান্ত হয়েছেন চকরিয়া উপজেলায় একজন ও সদর উপজেলার বাংলারবাজার এলাকার একজন। আর এই পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ জন। এর মধ্যে বুধবার ফিরেছেন ৪ জন।
বুধবার (৬ মে) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।
তিনি বলেন, মোট ১৫৪ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর ২ জনকে পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
ফলে কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হিসেবে ৫১ জনই শনাক্ত করা হলো। যদিও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ৫৭ জন। অপর ৬ জন কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা। এ পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ জন।
উল্লেখ্য, গত ৩৫ দিনে মোট ২ হাজার ১১৮ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তার মধ্যে ৫৭ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৫ জন, উখিয়ায় ৬ জন, রামু ১ জন, চকরিয়ায় ১৬ জন, কক্সবাজার সদরে ১০ জন এবং পেকুয়ায় ৩ জন। অপর ৬ জন বান্দরবান জেলার বাসিন্দা।
এএইচ