কক্সবাজারে ঢাকা ফেরত এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২২ এপ্রিল)
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে একজন পজেটিভ হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। পজেটিভ হওয়া ব্যক্তির বাড়ি কক্সবাজার শহরের টেকপাড়া চৌমুহনী এলাকায়। বয়স আনুমানিক ৫০ বছর। তিনি মৎস্য ব্যবসায়ী। গত কয়েকদিন আগে ব্যবসার কাজ শেষে ঢাকা থেকে ফিরেছেন বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।
এদিকে বিকেল সাড়ে ৪ টার দিকে আক্রান্ত ব্যক্তির বাড়িটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
এসএস