কক্সবাজারে ছাত্রলীগ নেতার ওপর হামলায় চারজন বহিষ্কার

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী তামজিদ পাশার ওপর সন্ত্রাসী হামলার সাথে জড়িত থাকার অভিযোগে সংগঠনের পৌর শাখার ওয়ার্ড শাখার সভাপতিকে পদ থেকে অব্যাহতি এবং চারজনকেই বহিষ্কার করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

একই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কারের অনুমতি চেয়ে কেন্দ্রে চিঠি দিয়েছে জেলা ছাত্রলীগ।

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

শাস্তি পাওয়া কর্মীরা হলেন— কক্সবাজার পৌর শাখার অন্তর্গত ১২ নং ওয়ার্ড (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাদমান ও পৌর শাখার কর্মী মেহদী হাসান মুন্না, এনায়েত করিম শিহাব, আরিফুল ইসলাম আরিফ।

৬ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তামজিদ পাশাকে তুলে নেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

পরে তার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, কাজী তামজিদ পাশার ওপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় ১২ নং ওয়ার্ড (উত্তর) ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি এবং একই সাথে হামলার সাথে জড়িত আরও তিন জনসহ চারজনকেই স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর আবেদন করা হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!