কক্সবাজারে ছাত্রলীগকে ধাওয়া শিক্ষার্থীদের, ইটপাটকেলে আহত একাধিক

কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে কক্সবাজার সরকারি কলেজের গেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের হামলায় বেশ কিছু মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

জানা গেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সকাল সোয়া ১০টা থেকে কক্সবাজার সরকারি কলেজের গেটের সামনে ও লিংক রোডের সামনে সমবেত হন বিপুল সংখ্যক শিক্ষার্থী। সেখানে সমবেত হয়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আন্দোলনকারীদের বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

দুই পক্ষের ইট-পাটকেল নিক্ষেপের সময় এক পর্যায়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি কলেজের গেটের ভেতরে অবস্থান নেয়। পরে তারা গেইটের তালা লাগিয়ে ভেতর থেকে ইট ছুঁড়তে থাকে। শিক্ষার্থীরাও এ সময় পাল্টা ইট ছুঁড়তে থাকে। পরে শিক্ষার্থীরা হল গেটে হামলা চালিয়ে লোহার গেটে ধাক্কা দিতে থাকে। গেটের সামনে থাকা মোটরসাইকেলগুলোও এ সময় ভাঙচুর করা হয়।

আন্দোলনকারীদের মধ্যে সজিব নামের এক শিক্ষার্থী জানান, ছাত্রলীগ তাদের ওপর প্রথম হামলা চালিয়েছে।

তবে রিদয় নামের এক ছাত্রলীগ নেতার দাবি, শিক্ষার্থীরাই তাদের ওপর আগে হামলা করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, হঠাৎ কিছু ছাত্র এসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm