কক্সবাজার শহরের চারটি দেশীয় বন্দুকসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিল তারা।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৬ নম্বর জেটিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক স্বামী-স্ত্রী হলেন—টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী একই এলাকার নুরুল ইসলামের মেয়ে খুরশিদা আক্তার।
পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, আগ্নেয়াস্ত্রগুলো মহেশখালী থেকে ক্রয় করে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল।