কক্সবাজারে চার দেশীয় বন্দুকসহ স্বামী-স্ত্রী আটক

কক্সবাজার শহরের চারটি দেশীয় বন্দুকসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিল তারা।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৬ নম্বর জেটিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক স্বামী-স্ত্রী হলেন—টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী একই এলাকার নুরুল ইসলামের মেয়ে খুরশিদা আক্তার।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, আগ্নেয়াস্ত্রগুলো মহেশখালী থেকে ক্রয় করে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm