কক্সবাজারে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের এজিএম ও কমিউনিটি মিটআপ

পর্যটনশহর কক্সবাজারে অনুষ্ঠিত হলো বেসরকারি বিমান সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও কমিউনিটি মিট আপ। এ উপলক্ষে অনুষ্ঠিত আনন্দ আয়োজনে ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক-কর্মীরা প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন।

শুক্রবার (১২ জুলাই) কক্সবাজারের নিসর্গ হোটেল এন্ড রিসোর্টে দিনব্যাপি সাধারণ সভার পর গভীর রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক নানা আয়োজন। উপস্থিত সবাই এতে শামিল হয়ে ব্যতিক্রমী এ আয়োজন উপভোগ করেন। পরস্পরের সঙ্গে কুশল বিনিময়, ব্যবসায়িক ও ব্যক্তিগত আলাপনের পাশাপাশি সমুদ্র শহরে এক হয়ে সবাই যেন প্রাণ ফিরে পান।

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সভাপতি আসিফ চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা ও কমিউনিটি মিটআপ অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করা হয়। এতে সূচনা বক্তব্য রাখেন ক্লাবের সেক্রেটারি একরামুল ইসলাম।

ক্লাবের বিগত বছরের হিসাব-নিকাশ এবং বর্তমান কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন ক্লাবের আজীবন সদস্য এবং এয়ারস্টারা সিওও সোহেল মাজিদ, ক্লাব গঠনের ইতিহাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এমিরেটস এয়ারলাইন্সের ব্যবস্থাপক এবং ক্লাবের আজীবন সদস্য মহিজুর রহমান জাবেদ।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ট্রাভেল চ্যাম্পের সিও মনিরা ইয়াসমিন। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সংগঠনের চট্টগ্রাম প্রধান ও গালফ ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ শাহ আলম, ট্রিপ লাভার-এর সিওও নিশা তাসনিম ,টেক ট্রিপের সিও দারাজ মাহমুদ, আশিকুল ইসলাম, আনোয়ার সিদ্দিকী, মনোজিৎ সেনগুপ্ত, ক্লাব মেম্বার এবং ট্রাভেল জুনের ডিরেক্টর মোহাম্মদ শাহেদ, মনিরুল ইসলাম চৌধুরী, রেজানুল ইসলাম, আদনান রহমান বাপ্পি, সুমিত বিশ্বাস এসএম তানভীর আলম একরাম দিপু।

পুরো আয়োজনে পৃষ্ঠপোষকতা দেয় ট্রিপল ট্রাভেলস এন্ড ট্যুরস, স্প্রিং ফিল্ড ট্রাভেলস এন্ড ট্যুরস, ইউএস বাংলা, সালাম এয়ার, এয়ার এরাবিয়া, এয়ার অ্যাস্ট্রা, নভো এয়ার, বি ফ্রেশ ট্রাভেলস এন্ড ট্যুরস, গালফ এয়ার, ট্রাভেল জোন, বিডিফেয়ার, সাবেরি, পপুলার ট্রাভেলস এন্ড ট্যুরস, তাহসিন ট্রাভেলস, ফ্লাইট এক্সপার্ট, বনভয় ট্রাভেলস, অ্যামাদিউস, ট্রাভেলিয়ন, ট্রাভেল বার্ড, রামাদা, দ্যা পেনিনসুলা চিটাগং এবং পার্ল হারবার।

সভায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতি এভিয়েশন ক্লাবের পক্ষ থেকে সভাপতি আসিফ চৌধুরী কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতেও পৃষ্ঠপোষকদের সবসময় ক্লাবের কর্মকাণ্ডে পাশে থাকার অনুরোধ জানান।

উল্লেখ্য সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের মেম্বার ফারজানা আক্তার এবং সৈয়দা জিনাত তাসনিম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm