কক্সবাজারে কিশোর গ্যাং লিডার এনাম ২০ হাজার ইয়াবাসহ আটক

0

কক্সবাজারের প্রবেশমুখ লিংকরোডের মেরিন সিটি এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ এনামুল কবির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এনাম শহরের লাইট হাউস এলাকার মৌলভি আলমগীরের ছেলে। র‌্যাব জানিয়েছে, এনাম পর্যটন শহরের কিশোর গ্যাং লিডার।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মঙ্গলবার (১৫ জুন) রাত সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার লিংকরোড এলাকার মেরিন সিটি কমপ্লেক্সের সামনে থেকে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় এনামুল কবিরের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

s alam president – mobile

এনাম সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো বলে স্বীকার করেছে। ইয়াবা ও আটক এনামকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যানবের এই কর্মকর্তা।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!