কক্সবাজারে করোনা পজিটিভ আরও ১১, কুতুবদিয়ায় প্রথম

কক্সবাজার জেলায় সোমবার (১১ মে) আরও ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একইসঙ্গে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। এছাড়া বান্দরবানে আরও ২ রোগীর শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। তিনি বলেন, সোমবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কক্সবাজার ও বান্দরবান জেলার মোট ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে কক্সবাজার জেলার ১১ জন ও বান্দরবান জেলার ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার জেলায় ১১ জনের মধ্যে ২ জন সদর উপজেলার, ৫ জন চকরিয়ার, ২ জন পেকুয়ার, ১ জন কুতুবদিয়া ও ১ জন উখিয়ার বাসিন্দা।

কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, আজ সোমবার পর্যন্ত কক্সবাজার জেলায় মোট ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছে। সেখান থেকে সুস্থ হয়েছেন ২৫ জন। আর মারা গেছেন একজন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm