চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ডস্থ দরগাহ গেইটের সামনে ইজিবাইকের (টমটম) ধাক্কায় প্রাণ গেল রমজান আলী (৬৫) নামের এক বৃদ্ধের।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী ঈদগাঁও ইউনিয়নের হাছিনা পাড়া এলাকার মৃত নাজির হোসেনের পুত্র।
ঘটনাস্থল থেকে ইজিবাইকটি জব্দ করা হলেও পালিয় গেছে চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রমজান আলী রাস্তা পারাপারের জন্য এক পাশে অবস্থান করছিল। এ সময় ঈদগাঁও বাজার থেকে মাছ নিয়ে যাওয়া রামুমুখি একটি ইজিবাইক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামানের নির্দেশে এএসআই মহিউদ্দীন ইজিবাইকটি জব্দ করেন।
এএসআই মহিউদ্দীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন- ঘটনা আরাকান সড়কে হওয়ায় খবর দেওয়া হয় রামু তুলা বাগান হাইওয়ে পুলিশকে। রামু তুলা বাগান হাইওয়ে পুলিশের ওসির নির্দেশে এসআই মোহাম্মদ করিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরি করেন।
এসএইচ