কক্সবাজারে আরসার শীর্ষ সামরিক কমান্ডারসহ আটক ৬

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদসহ ৬ জনকে আটক করেছে র‍্যাব-১৫।

শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাতে টেকনাফের বাহারছড়ার শামলাপুর এলাকার গহীন পাহাড় থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

নূর মোহাম্মদ ছাড়াও আটক বাকি আরসা সদস্যরা হলেন, হোসেন জোহার, ফারুক, মনির আহাম্মদ, নূর ইসলাম ও ইয়াছিন। তারা সকলে মিয়ানমারের নাগরিক।

এ সময় তাদের কাছ থেকে ১টি ৭ পয়েন্ট ৬৫ এমএম পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ১টি শর্টগান, ৪টি দেশীয় এলজি, ৩টি রামদা ও গোলাবারুদসহ নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

২২ জুলাই শনিবার সকালে র‍্যাব-১৫ কক্সবাজারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!