কক্সবাজারে আরও ৬ করোনা রোগী শনাক্ত

কক্সবাজার জেলায় আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জন চকরিয়া, ১ জন উখিয়া ও ১ জন টেকনাফ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার (৯ মে) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৪৬ জনের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৪০ জনের রিপোর্ট নেগেটিভ ও ৬ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm