s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

কক্সবাজারে আরও ২৮ করোনা পজিটিভ, চকরিয়াতেই ১৯

0

কক্সবাজার জেলায় আরও ২৮ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে চকরিয়া উপজেলাতেই রয়েছে ১৯ জন। পাশাপাশি ৬ জন পুরনো রোগীরও আবার পজিটিভ রিপোর্ট আসে। এই ৬ জনসহ মোট ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

শুক্রবার (২২ মে) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৭৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে ১৯ জন চকরিয়ার, ৫ জন মহেশখালীর, ১ জন পেকুয়ার, ২ জন কক্সবাজার সদরের ও ১ জন রামুর।

এছাড়া পুরাতন ৬ জনের মধ্যে কক্সবাজার সদরের ৩ জন, নাইক্যাংছড়ির ১ জন, চকরিয়ার ১ জন ও রামুর ১ জন।

এএইচ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm