কক্সবাজারে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

0

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও আলোচনা সভা।
রোববার (২৩ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নেতৃত্বে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, সাধারণ জনগণকে নাগরিক সেবা দ্রুততার সাথে দেওয়ার লক্ষে সকল নাগরিক সেবাগুলো ডিজিটালাইজড করতে কাজ করছে সরকার। জেলায় সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে সকলে সমন্বিতভাবে কাজ করলে দেশের অর্থনীতির ব্যাপক সমৃদ্ধি সম্ভব।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগ কক্সবাজারের উপ-পরিচালক শ্রাবন্তী রায়, অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে অসহায় ভূমিহীনদের মাঝে জমির খতিয়ান বিতরণ করা হয়।

এএইচ

s alam president – mobile

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!