কক্সবাজারে অস্ত্র নিয়ে ধরা ‘ইয়াবা ডন দিদার’

0

কক্সবাজারের খরুলিয়ার দরগাহ এলাকার দিদারুল আলম (৪০) ওরফে ‘ইয়াবা ডন দিদার’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কক্সবাজার সদরের কলাতলী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে পাওয়া যায় একটি দেশীয় অস্ত্র, তাজা কার্তুজ ও ৩০০ পিস ইয়াবা।

গ্রেপ্তার দিদার কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের দরগাহ পাড়ার পূর্ব মুক্তারকুল এলাকার দানু মিয়ার ছেলে।

এদিকে সোমবার বিকালে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে দিদারকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

s alam president – mobile

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র বলেন, ‘সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাতলী বাইপাস সড়কের পাশ থেকে ইয়াবা ডন দিদারকে আটক করা হয়েছে। এ সময় তার আরেক সহযোগী পালিয়ে যায়। দিদারের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!