কক্সবাজারের হোটেলে স্ত্রী-মেয়ে খুন, ঘাতক স্বামী ধরা বাকলিয়ায়

কক্সবাজারের কলাতলীর সী আলিফ হোটেলে স্ত্রী ও কন্যাশিশুকে হত্যার ঘটনায় ঘাতক স্বামী জেবিন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে বাকলিয়া থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এই বিষয়ে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, ‘স্ত্রী ও কন্যা শিশুকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি জেবিন বিশ্বাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি পারিবারিকভাবে অসন্তোষ ছিলেন। তাদের সাংসারিক জীবনে কলহ লেগে ছিল এবং তার স্ত্রীকে বিভিন্ন কারণে সন্দেহ করতেন তিনি। শিশু কন্যাকে নিয়ে সংসারে অশান্তি ও সম্পর্কের টানাপোড়েন ছিল।’

তিনি বলেন, ‘গত ৫ ফেব্রুয়ারি বিদেশ থেকে দেশে ফিরেন জেবিন। পরে তার স্ত্রী সুমা দে ও শিশু কন্যাকে হত্যার উদ্দেশ্যে গত ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার বেড়াতে এসে কলাতলীর হোটেল সী আলিফের ৪১১ নম্বর কক্ষে ওঠেন। ১৬ ফেব্রুয়ারি কোনো এক সময় স্ত্রীকে গলাটিপে এবং কন্যা সন্তানকে বালতির পানিতে ডুবিয়ে হত্যা করে পালিয়ে যান তিনি। পরে খবর পেয়ে থানা পুলিশ মা-মেয়ের লাশ উদ্ধার করে।’

শুক্রবার রাতে বাকলিয়া থানা পুলিশের সহযোগিতায় জেবিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি অপরাধ দমনে থানা পুলিশ নানা কৌশল অবলম্বন করে কাজ চালিয়ে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ওসি তদন্ত নাজমুল ও ইন্সপেক্টর দুর্জয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm