কক্সবাজারের সেই সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ঘুষের’ ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ আটক কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩ জুলাই) দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলাটি নথিভুক্ত করেন দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মুনিরুল ইসলাম।

আটক আতিকুর রহমান সিরাজগঞ্জ জেলার মীরপুর দক্ষিণ এলাকার মো. আবদুর রহমানের ছেলে। এর আগে তাকে গত শনিবার বিকালে আদালতে পাঠায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (২ জুলাই) কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, মামলার পাশাপাশি সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে তা শুরু হয়েছে। তিনি কীভাবে, কোথা থেকে এত টাকা পেয়েছেন এবং তা ঢাকায় কেন নিয়ে গেছে-সব বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

এর আগে ১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে ব্যাগ ভর্তি ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা নিয়ে ঢাকা শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে সার্ভেয়ার আতিকুর রহমান ধরা পড়েন। বিমানবন্দর থেকেই তাকে কক্সবাজারে ফেরত পাঠানো হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm