রেলের ইঞ্জিন সংরক্ষিত ও কারও প্রবেশ নিষিদ্ধ হওয়া শর্তেও কক্সবাজার স্পেশাল ট্রেনের চালকের আসনে বসা এক যাত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার স্পেশাল ট্রেনে এ ঘটনা ঘটে। এ সময় ওই যাত্রীর সঙ্গে লোকোমোটিভ (ড্রাইভার) শাহ আলম ও সহকারী ড্রাইভার রাশেদুল ইসলামও উপস্থিত ছিলেন।
জানা যায়, রেলওয়ে ঠিকাদার এসোসিয়েশন সিআরবি ও পাহাড়তলীর বার্ষিক বনভোজন আয়োজন উপলক্ষে রেলের পক্ষ থেকে বিশেষ ট্রেনে ১৪টি কোচ সহকারে প্রায় ৭ শতাধিক যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারে উদ্দেশ্যে যাত্রা করে কক্সবাজার স্পেশাল ট্রেনটি। তবে এই বনভোজনে ঠিকাদার ছাড়াও বহিরাগত অনেকেই অংশ নিয়েছে।
এদিকে প্রবেশ নিষিদ্ধ হওয়া শর্তেও লোকোমোটিভ (ড্রাইভার) ও সহকারীর উপস্থিতির পর কিভাবে চালকের আসনে বসে যাত্রী ছবি তুলেছেন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট অনেকেই। তবে রেল সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে চালক ছাড়া যে কারও প্রবেশ সম্পূর্ণ অবৈধ।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম স্টেশন মাস্টার জাফর আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে চালক ছাড়া যে কারও প্রবেশ সম্পূর্ণ অবৈধ।
রেলওয়ে বিভাগীয় কর্মব্যবস্থাপক (পূর্ব) সাইফুল ইসলাম বলেন, সংরক্ষিত লোকোমোটিভে কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।
জেএস