ওয়ান শুটারগানসহ ৫ সন্ত্রাসী আটক রাউজানে

0

চট্টগ্রামের রাউজানে একটি ওয়ানশুটারগান, তিন রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবাসহ ৫ সন্ত্রাসী আটক হয়েছে। রাউজান থানার দায়েরীঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-৭। মঙ্গলবার (২৬ অক্টোবর) র‍্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।

আটককৃতরা হলেন, রাঙ্গামাটি জেলার সদর থানার কাঁঠালতলী এলাকার আলী নেওয়াজের ছেলে মো. ইব্রাহিম নেওয়াজ, রাঙ্গুনিয়া থানার সেগুনবাগান এলাকার মৃত আব্দুল গফুর তালুকদারের ছেলে মো. রোমান উদ্দিন, একই থানার হাবিবুর রহমানের ছেলে মো. ইয়াছিন আরাফাত, মৃত হাজী আব্দুর রাজ্জাকের ছেলে মো. শাহজাহান এবং আব্দুল আজিজের ছেলে মো. ওমর ফারুক লিটন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাউজানে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে সোমবার বিকালে পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটারগান, তিন রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

s alam president – mobile

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!