ওসি প্রদীপের বিরুদ্ধে নুতন আরও দুটি ক্রসফায়ারের মামলা

দুই ব্যক্তিকে ক্রসফায়ারের নাম দিয়ে হত্যার অভিযোগে ওসি প্রদীপ কুমার দাসসহ ৫৩ জনের বিরুদ্ধে নুতন করে আরও দুটি মামলার আবেদন করা হয়েছে আদালতে।

বুধবার (২ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ-৩) হেলাল উদ্দীনের আদালতে নিহতের স্বজনরা মামলার আবেদন করেন। ক্রসফায়ারে নিহত মুছা আকবরের স্ত্রী শাহেনা আকতার ও নিহত সাহাব উদ্দিনের ভাই হাফেজ আহমদ উক্ত মামলা দায়ের করেন।

আদালত দুই মামলার পৃথক শুনানি শেষে নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট ও এ সংক্রান্ত আগে কোন মামলা দায়ের করা হয়েছিল কিনা ১০ ও ১৫ কার্যদিবসের মধ্যে তা জানাতে টেকনাফ থানাকে নির্দেশ দেন।

বাদিপক্ষের আইনজীবী রিদুয়ান আলী ও দিদারুল মোস্তফা এসব তথ্য নিশ্চিত করে বলেন, একটি হত্যা মামলায় হোয়াইক্যং ফাঁড়ির সাবেক ইনচার্জ মশিউর রহমানকে প্রধান ও ওসি প্রদীপ কুমার দাসকে ২নম্বর আসামি করে মোট ২৭ জনকে আসামি করা হয়। অপর হত্যা মামলাটিতে এএসআই দীপক বিশ্বাসকে প্রধান ও প্রদীপ কুমার দাসসহ আরও ২৬ জনকে আসামি করা হয়।

এজাহারে বাদি উল্লেখ করেন, গত ২৮ মার্চ রাতে মুছা আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। ক্রসফায়ার না করতে হলে আরও ২০ লাখ টাকা দিতে হবে বলে জানায় পরিবারকে। মুছার পরিবার তখন তিন লাখ টাকা দিতে পেরেছিল। টাকা পাওয়ার পরও সেদিন ভোরে মুছা আকবরকে গুলি করে হত্যা করা হয়। ২০১৯ সালের ১৭ এপ্রিল দুপুরে শাহাব উদ্দিনকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার ৩ দিন পর ২০ এপ্রিল তাকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়।

এ নিয়ে কক্সবাজার ও মহেশখালীতে ওসি প্রদীপ ও অন্যদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের হল।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm