ওমানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীনের বদর দিবস ও ইফতার মাহফিল

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন ওমান কেন্দ্রীয় পরিষদের উদ্যােগে ১৮ রমজান শুক্রবার রাজধানী মাস্কাটের হামেরিয়ায় ‘বদর দিবস ও ইফতার মাহফিলের’ আয়ােজন করা হয়।

সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ ইবরাহীমের সভাপতিত্বে এবং এসএম তারেক হোসাইনের সঞ্চালনায় বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন নজরুল ইসলাম তাহেরী, মো. দিদারুল আলম, মো. শফিউল আজম, হাফেজ মুহাম্মদ আবুল কালাম রেজা, মো. নেজাম উদ্দীন এবং আরও অনেকে।

মাস্কাটের হামেরিয়ায় 'বদর দিবস ও ইফতার মাহফিলের' আয়ােজন করা হয়
মাস্কাটের হামেরিয়ায় ‘বদর দিবস ও ইফতার মাহফিলের’ আয়ােজন করা হয়

বক্তাগণ মহান বদর দিবসের শিক্ষাকে বুকে ধারণ করে যাকাতভিত্তিক শোষণমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে প্রবাস ও দেশের সকলকে কাঁধে কাধ মিলিয়ে কাজ করার উদাত্ত আহবান জানান।

তারা বলেন, বদরের ময়দানে হক এবং বাতিলের প্রত্যক্ষ যুদ্ধ সংঘটিত হয়েছে। এতে আল্লাহর প্রত্যক্ষ মদদে হকের বিজয় হয়েছে। আজকেও যদি মুসলমানেরা বদরের আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করে তাহলে পৃথিবীতে আবার আগের মতো ইনসাফ প্রতিষ্ঠিত হবে।

মাস্কাটের হামেরিয়ায় 'বদর দিবস ও ইফতার মাহফিলের' আয়ােজন করা হয়
মাস্কাটের হামেরিয়ায় ‘বদর দিবস ও ইফতার মাহফিলের’ আয়ােজন করা হয়

পরিশেষে মিলাদ কিয়ামের পর আখেরী মোনাজাতে দেশ জাতি ও প্রবাসীদের জন্য দোয়া করা হয় ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!