ওমানের সালালা শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা মো. হারুণুর রশিদ (৩০)। বুধবার (৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুণ বড় হাতিয়ার মোহছেন চৌধুরী বাড়ির মো. নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, দুই বছর আগে শ্রমিকের কাজ করতে ওমানে যান হারুণ। বুধবার সকালে মুদির দোকানের মালামালের জন্য ওমানের সালালা শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন তিনি। হারুণকে দেশে ফিরিয়ে আনতে দুতাবাসে যোগাযোগ করেছেন স্বজনরা। বর্তমানে তার তিন সন্তান রয়েছে বলে জানিয়েছেন হারুনের মামা মো. মুছা।
এদিকে তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সিএম/এএইচ