ওভারটেক করতে গিয়ে ট্রাক চাপা দিল পথচারীকে

পণ্য বোঝাই একটি ট্রাক ওভারটেক করছিল যাত্রীবাহী একটি বাসকে। সেটি করতে গিয়ে মো. সাইফুল ইসলাম নামের এক পথচারীকে চাপা দেয়। গুরুতর আহত সাইফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসলেও ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিটিসিএল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৩০ বছর বয়সী নিহত সাইফুল ইসলামের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহি একটি বাসকে পণ্য বোঝাই ট্রাক ওভারটেক করার সময় পথচারী সাইফুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, ট্রাকের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হলে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে তৎক্ষাণিক নিহতের ব্যপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm