দফায় দফায় জরিমানার পরও শোধরাচ্ছে না মিষ্টান্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুলকলি। কখনও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য জরিমানা গুনছে। কখনো জরিমানা গুনছে মেয়াদে কারচুপি কিংবা খাবারে নিম্নমানের কাঁচামাল ব্যবহার জন্য।
শনিবার (২ সেপ্টেম্বর) ওজনে কম দেওয়ার দায়ে ফুলকলিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের কোতোয়ালী মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে নাসরিন আক্তার বলেন, ওজনে কম দেওয়ায় কোতোয়ালী থানার মোড়ের ফুলকলি সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরএ/এমএফও