অতিরিক্ত মূল্যে সবজি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শনের কথা থাকলেও মানছে না অনেকে। এছাড়া ওজনেও করা হচ্ছে কারচুপি। চট্টগ্রামের কাজির দেউড়ি কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে এমনই দৃশ্য। এসব অপরাধে ওই বাজারের ১৫ সবজি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
অভিযানে সবজি বিক্রেতা মিজান মিয়া, রিমন আহমেদ, আবু জাফর, আজিজ মিয়া, হারাধন দত্ত, মো. জাহিদ, মো. আলমগীর, আব্দুস সবুর, আজম আহমেদ, জয়নাল আবেদীন, নাসির মিয়া, মানিক মিয়া, মিল্টন মিয়া, শরীফ ও মিন্টুকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কাজির দেউড়ি কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে সবজি ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দামে সবজি বিক্রি করছেন। একই সবজি ভিন্ন দোকানে ভিন্ন দাম। মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক হলেও তারা তা পালন করেননি। এমনকি আড়ত থেকে আনা সবজির ক্রয় রশিদ দেখাতে পারেনি। যার ফলে এসব অনিয়মের কারণে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দাম বৃদ্ধির পাশাপাশি ওজনে কারচুপির অভিযোগেরও সত্যতা পেয়েছি।ডিজিটাল মেশিনের মাধ্যমে ওজন মাপা হলেও সেখানেও বিভিন্ন কায়দায় ওজনে কম দেওয়া হচ্ছে। অনেকের ডিজিটাল মেশিন বিএসটিআইয়ের সার্টিফাইডধারী নয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক মো. মুকুল মৃধা ও ফিল্ড অফিসার আব্দুল মান্নান।
এএস/এএইচ