ওজনে কম, ৩ দোকানদারকে জরিমানা চকবাজারে

চট্টগ্রাম নগরের চকবাজার কাঁচাবাজার এলাকায় জেলা প্রশাসনের অভিযানে ওজনে কম দেওয়ার অভিযোগে তিন দোকানদারকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চকবাজার কাঁচাবাজার এলাকায় অভিযানে গিয়ে দেখা যায়, দোকানিরা ত্রেতাদের পণ্য দেওয়ার সময় পরিমাণে কম দিচ্ছেন। কয়েকজন মুরগী ও মাংস ব্যবসায়ীর বাটখারা পরীক্ষা করে দেখা যায়, ক্রেতাদের প্রতি কেজিতে ৮০ গ্রাম করে পণ্য কম দিচ্ছেন তারা। অভিযানে ওজনে কম দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ধারা ৪৬ ধারা অনুযায়ী তিন ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, আজকের অভিযানে ওজনে কম দেওয়ার অভিযোগে তিন দোকানদারকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!