এস আলম পরিবারের আরও ৮১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

চট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপ এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৮ হাজার ১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

এ নিয়ে তিন দফায় সাইফুল আলম ও তার পরিবারের মোট ১৬ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত।

দুদকের তথ্য অনুযায়ী, এস আলম গ্রুপের কর্ণধার ও তার সহযোগীরা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। অনুসন্ধানে জানা গেছে, তারা এ অর্থ হস্তান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন, যা উদ্ধার প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।

এর আগে ১২ ফেব্রুয়ারি আদালত সাইফুল আলম ও তার পরিবারের মালিকানাধীন ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লাখ শেয়ার (মূল্য ৫১০৯ কোটি টাকা) অবরুদ্ধের আদেশ দেন। ১৬ জানুয়ারি ২৪টি কোম্পানির ৩২ কোটি ১০ লাখ শেয়ার (মূল্য সাড়ে তিন হাজার কোটি টাকা) অবরুদ্ধ করা হয়।

এছাড়া ১৪ জানুয়ারি আদালত তার পরিবারের নামে থাকা রাজধানীর গুলশান, ধানমন্ডি, উত্তরা ও বসুন্ধরাসহ বিভিন্ন এলাকায় ২০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি ক্রোক এবং ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। ১৯ ডিসেম্বর আরও ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

দুদক আদালতকে জানিয়েছে, সাইফুল আলম ও তার পরিবার সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও সাইপ্রাসসহ বিভিন্ন দেশে ১ বিলিয়ন ডলার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্তাধীন রয়েছেন।

গত ৭ অক্টোবর আদালত মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী, সন্তান ও ভাইসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm