এস আলম এবার বাদ গেল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি প্রকল্প থেকে

চট্টগ্রামভিত্তিক দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) জ্বালানি তেল পরিশোধনাগার নির্মাণের প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপকে। অন্তর্বর্তী সরকার এস আলমের সঙ্গে এ বিষয়ে চুক্তি না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বছরে ১৫ লাখ টন জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে চট্টগ্রামে অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল)। ক্ষমতাচ্যূত শেখ হাসিনা সরকারের আমলে এস আলমের সঙ্গে মিলে ৩০ লাখ টন জ্বালানি তেল পরিশোধনের লক্ষ্য নিয়ে ‘ইনস্টলেশন অব ইআরএল-২’ নামের একটি প্রকল্প নেওয়া হয়। শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় এই প্রকল্পে যুক্ত হয় এস আলম।

জানা গেছে, ইস্টার্ন রিফাইনারির নতুন প্রকল্পে এস আলম গ্রুপ বিনিয়োগের বিনিময়ে ৫১ শতাংশ মালিকানা চেয়েছিল। তবে ইস্টার্ন রিফাইনারির নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ৬০ শতাংশ মালিকানা সরকারের হাতে রাখার পক্ষে মত দেয়।

এর মধ্যেই এম আলমের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের চাপে।

শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে চুক্তি বাতিলের প্রস্তাব করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

তারা নতুন পরিশোধনাগার নির্মাণ প্রকল্পটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করার পক্ষে মত দিয়ে এটি বাস্তবায়নে উন্মুক্ত দরপত্র আহ্বান করার প্রস্তাব রেখেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm