এস আলমের দুই ছেলে ও দুই ভাইসহ ৫৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ইসলামী ব্যাংক থেকে ৯৯৪ কোটি টাকা আত্মসাৎ
দেশের বিতর্কিত ব্যবসায়ী, চট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপ এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের দুই ছেলে ও দুই ভাইসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ছেলে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, আশরাফুল আলমসহ আরও ৫২ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ৯৯৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকার মামলাটি করা হয়।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আকতার হোসেন এ তথ্য জানান।
এসসময় দুদকের মহাপরিচালক বলেন, জালিয়াতির মাধ্যমে চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ চট্টগ্রামের জুবলী শাখা থেকে ২০২৪ সালের ১০ অক্টোবর ভিত্তিক অনাদায়ী ডিলের মূল দায় ৯৯৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৪৭৮ টাকা আত্মসাতসহ বিনিয়োগ করা অর্থের উৎস গোপন করার উদ্দেশ্য মানিলন্ডারিং করেছেন।
তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/ ৮৬৭ /৪৬৮/৪৭১/৪৭৭ক / ১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) বাংলাদেশ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলায় আসামিদের মধ্যে আরও আছেন—মেসার্স ইউনাইটেড সুপার ট্রেডার্সের মালিক মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, কেকিউএমএইচ হাবিবুল্লাহ, বর্তমান এসভিপি ও শাখাপ্রধান সোহেল আমান, সাবেক শাখাপ্রধান শাহাদাত হোসেন। বাকি আসামিদের মধ্যে অন্তত ৩০ জন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী।
এর আগে গত ১৯ ডিসেম্বর ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ও তার ছেলে আহসানুল আলমসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছিলে দুদক। সংস্থাটির চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক ইয়াসিন আরাফাত।
ডিজে