চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের আমদানি করা অপরিশোধিত ভোজ্যতেল চুরি হচ্ছে রাতের আঁধারে। তেলবাহী জাহাজ থেকে অন্য জাহাজের সাহায্যে এসব তেল চুরি করা হচ্ছে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে নৌপুলিশ। এছাড়া চুরির কাজে ব্যবহৃত দুটি জাহাজও জব্দ করা হয়েছে।
শনিবার (২৭ মে) রাত সাড়ে ৪টার দিকে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নোয়াখালীর মো. আবদুল হক (৪২), খুলনার বুলবুল আহমেদ (২৫), গোপালগঞ্জের মো. রায়হান (২৩) ও ফেনীর ওহিদুর নবী।
এই বিষয়ে চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, শনিবার রাত ১২টায় এস আলম গ্রুপের আমদানি করা অপরিশোধিত ভোজ্যতেল বহনকারী ‘এমভি বুলবুল’ থেকে ‘এমভি ওশান ভিউ’ জাহাজে ১২০০ লিটার ভোজ্যতেল চুরি করে পাচার করা হচ্ছিল। অভিযান চালিয়ে ডায়মন্ড সিমেন্ট ঘাট এলাকা থেকে এমভি ওশান ভিউ জাহাজটি আটক করা হয়।
পরে জাহাজের পানির ট্যাংক থেকে প্রায় ১২০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয় বলে জানান নৌ থানার ওসি।
ওসি আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদের পর এমটি বুলবুল জাহাজ থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এই সময় পাঁচজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এনইউএস/ডিজে