এস আলমের ছেলেকে সরিয়ে ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান, নতুন পর্ষদ

চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে ব্যাংকটি এস আলমের হাতছাড়া হয়ে গেল।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে ইসলামী ব্যাংককে নতুন পর্ষদ গঠনের এই সিদ্ধান্ত জানিয়েছে। একই চিঠিতে আগের পরিচালনা পর্ষদ বাতিল করে দেওয়া হয়।

ইসলামী ব্যাংকে পাঁচজনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে। এদের মধ্য থেকে নতুন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনালী ব্যাংক এবং ২০১‍৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন পর্ষদের অন্য পরিচালকেরা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান ও সনদপ্রাপ্ত হিসাববিদ আব্দুস সালাম। আব্দুস সালাম এর আগেও ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ছিলেন।

ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে আহসানুল আলম মারুফ। ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এস আলম গ্রুপ নামে-বেনামে কমপক্ষে ৫০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm