এসএ গ্রুপের সৌজন্যে ‘২য় বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা শেষ হয়েছে শনিবার (১১ মার্চ)।
গত ৭ মার্চ থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছে মিশরের ইব্রাহিম ইল্কাবানি। রানারআপ হয়েছেন একই দেশের সাইফ শিনাউয়া।
চট্টগ্রাম ক্লাব স্কোয়াশ কোর্টে প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াসিকা আয়শা খান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, ‘বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের উদীয়মান খেলোয়াড়রা দেশের বাইরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। আমার বিশ্বাস বঙ্গমাতার স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট থেকেই একদিন বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী খেলোয়াড় তৈরি হবে।’
এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম বলেন, ‘বঙ্গমাতার স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। এবার আমরা প্রতিযোগিতার পাশাপাশি বঙ্গমাতার স্মরণে বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি, যার মধ্য দিয়ে বিদেশি খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিরা বঙ্গমাতার জীবন ও কর্ম এবং মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের বিষয়ে জানতে পারবে।’
তিনি বলেন, ‘আমাদের এই বিনিয়োগ একটি সুস্থ ও সবল জাতি গঠনের জন্য। চট্টগ্রামকে আন্তর্জাতিক টুর্নামেন্টের উপযুক্ত একটি ক্ষেত্র হিসাবে তৈরি করতে এই টুর্নামেন্ট ব্যাপক ভূমিকা রাখবে।’
আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, ফেডারেশনের সহ-সভাপতি মীর্জা সালমান ইস্পাহানি, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এসএ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম এসপিপি (অব.), চট্রগ্রাম ক্লাব লিমিটেডের স্কোয়াশের মেম্বার ইনচার্জ মো. সালামত উল্লাহ (বাহার), এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম।