এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানে স্তন ক্যান্সার বিষয়ে এপিকের সেমিনার

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার ও স্ক্রিনিং প্রোগ্রাম করেছে বন্দরনগরীর একমাত্র আইএসও ১৫১৮৯ অ্যাক্রিডিটেশনপ্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়টির চট্টেশ্বরী ক্যাম্পাসে পাবলিক হেলথ ক্লাবের সাথে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এপিক হেলথ কেয়ারের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফাহমিদা আলম বলেন, ‘বাংলাদেশে প্রতি বছর এই রোগে অনেক নারী মারা যান। তবে সচেতনতা এই রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।’

পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ড. মহিউদ্দিন আহসানুল কবির বলেন, ‘আমাদের দায়িত্ব সচেতনতা ছড়িয়ে দেওয়া সবার কাছে। তবেই এই আয়োজন সফল হবে।’

সেমিনারে উপস্থিত ছিলেন পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ড. তুহিন বিশ্বাস, এপিকের কর্পোরেট বিজনেস ও ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জহির রায়হান ও বিকন ফার্মার অনকোলজি বিভাগের রিজিওনাল সেলস ম্যানেজার জুবাইর হোসাইন, পাবলিক হেলথ ক্লাবের প্রেসিডেন্ট হুমাইরা তাবাসসুম ও সেক্রেটারি সালওয়া সাইরা, ফারহানা আফরিন, অদৃতা দাস, অনুভা আহমেদ, হামেদা আহমেদি প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm