এমপি নদভীর আরবি ভাষণে মুগ্ধ সৌদি রাষ্ট্রদূত

বাংলাদেশ-সৌদি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সভা

বাংলাদেশ-সৌদি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের প্রথম জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুলাই) বিকেল তিনটায় এ মিটিংয়ের আয়োজন করা হয়।

চলতি বছরের শুরুতে বাংলাদেশ ও সৌদি আরবের সংসদ সদস্যদের নিয়ে এই পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপটি প্রতিষ্ঠিত হয়।

জুম মিটিংয়ে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ গ্রুপের সদস্য বাংলাদেশ ও সৌদি আরবের সংসদ সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন।

এতে আরও অংশগ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান।

আড়াই ঘন্টাব্যাপী চলা জুম মিটিংয়ে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান এ সময় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী কর্তৃক আরবী ভাষায় দেওয়া বক্তৃতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দিকনির্দেশনামূলক আখ্যা দিয়ে বলেন, ‘তাঁর বক্তৃতাটি সৌদি পার্লামেন্ট সদস্যদের কাছে অত্যন্ত হৃদয়াগ্রাহী হয়েছে। ফলে এই জুম মিটিংয়ের প্রস্তাবনা ও সিদ্ধান্তসমূহ সৌদি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছানো সহজতর হবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm