এবার মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু বাঁশখালীতে

চট্টগ্রামের বাঁশখালীতে মোটর সাইকেলের ধাক্কায় মো. জমির (৫২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও দমদম দীঘি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত জমির পূর্ব বৈলগাঁওয়ের আমির হোসেনের পুত্র, তিনি চার কন্যা সন্তানের জনক।

স্থানীয় গ্রামবাসীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল পথচারী মো. জমিরকে ধাক্কা দিয়ে চলে যায়। ওই সময় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১০ টার দিকে তার মৃত্যু ঘটে।

উল্লেখ্য, এই দুর্ঘটনাস্থলের কাছে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বান্যার টেক এলাকায় একই দিন (১৮ নভেম্বর) দুপুরে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় অবিনাশ ধর (৭৫) নামে এক পথচারীরও মৃত্যু হয়েছিল। মাত্র ১০ ঘন্টার ব্যবধানে একই স্থানে পর পর দুটি সড়ক দুর্ঘটনা হলো।

বাঁশখালীর রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির এস আই মো. শরীফ বলেন, মোটর সাইকেলের ধাক্কায় নিহত মো. জমিরের মৃত্যুর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm