এবার বোয়ালখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, কাজ করছিলেন লেবু বাগানে

বজ্রপাত চট্টগ্রামের ফটিকছড়ি, মিরসরাইয়ের পর এবার ছোবল মারল বোয়ালখালীতে। উপজেলায় লেবু বাগানে কাজ করার সময় বজ্রপাতে মো. জাহাঙ্গীর (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) সকালে বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামের মোস্তফা কামালের পুত্র বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা ইউনুছ আজম খোকন বলেন, রোববার সকালে বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় বইতে শুরু করে। সকালের দিকে জাহাঙ্গীর লেবু বাগানে কাজ করতে যায়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে তিনি আহত হন।

জাহাঙ্গীর আলমকে আহত অবস্থায় আশপাশের লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।

জাহাঙ্গীরের পরিবারে বৃদ্ধ মা, স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তিনি উপার্জন করে সংসার চালাতেন বলে জানা যায়।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm