এবার জি বাংলার সারেগামাপা মাতাবেন চট্টগ্রামের ছেলে শুভ

ভারতে গানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ মাতাচ্ছেন চট্টগ্রামের ছেলে শুভ দাশ। দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও গানের জন্য প্রশংসা কুড়াচ্ছেন তিনি। অনেক প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের ‘সা রে গা মা পা’র মূল পর্বে জায়গা করে নেন তরুণ এই শিল্পী।

চট্টগ্রামের সাতকানিয়ায় এই শিল্পীর জন্ম। ছোটবেলায় মায়ের কাছ থেকে গানের প্রাথমিক শিক্ষা পান। গান করেন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে।

সঙ্গীতের সঙ্গে তার পথচলা শুরু ছয় বছর বয়সে। প্রথমে মা আন্না দাশের কাছে সংগীতে হাতেখড়ি। এরপর ২০০৯ সালে চট্টগ্রামের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতজ্ঞ পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন।

বর্তমানে কলকাতার বিখ্যাত সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী গৌতম ঘোষালের কাছে সঙ্গীতের শিখছেন। বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী শুভ। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে গান গাইবার ডাক পড়ে তার। ইউটিউবে ‘Shuvo Das’ নামে একটি চ্যানেল রয়েছে তার।

গানের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন লেখাপড়াও। চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র তিনি।

শুভ দাশ বলেন, ‘আমি সব ধরনের গান করতে অভ্যস্ত। এরমধ্যে রাগাশ্রয়ী বাংলা গান, নজরুল গীতি এবং পুরনো দিনের আধুনিক বাংলা গান করতে একটু বেশিই সাচ্ছন্দ্যবোধ করি। আর্শীবাদ করবেন, দেশের জন্য যেন ভালো কিছু অর্জন করতে পারি।’

তিনি বলেন, ‘গান আমার ভালো লাগে ছোটবেলা থেকেই। তবে শিল্পী হবার প্রত্যয়ে গান শুরু করি আমি যখন ষষ্ঠ শ্রেণির ছাত্র। ঠিক তখন থেকেই উপজেলাভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে পুরস্কৃত হতাম।’

ব্যক্তিগত অর্জন নিয়ে বলতে গিয়ে শুভ দাশ জানান, দেশের অনেক বড় বড় মঞ্চে বিভিন্ন সময় গান পরিবেশন করে অনেক প্রশংসা পেয়েছি। আমি বাংলাদেশ বেতার বান্দরবান এবং বাংলাদেশ টেলিভিশন ঢাকা ও চট্টগ্রামের একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করি। এছাড়া ভারতের বিভিন্ন জায়গায় বহুবার একক সঙ্গীতানুষ্ঠানে অংশ নিয়েছি।’

গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী−জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের একজন ভালো শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। নিজের মৌলিক গান দিয়ে শ্রোতাদের কাছে জায়গা করে নিতে চাই। এর মধ্যেই আমার বেশ কয়েকটি মৌলিক গানের কাজ শুরু করেছি, যা সারেগামাপা শেষ হলে প্রকাশ করবো বলে আশা করছি। সেইসঙ্গে আর্থিক অনটনে যারা ভালো করে সঙ্গীতের তালিম নিতে পারেন না তাদের জন্য কাজ করার ইচ্ছে আছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!